ইরাকে আল-কুট শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেছেন, শপিংমলের ৫ম তলায় হাইপারমার্কেট এবং একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। দমকলকর্মীরা এখন অবধি ৪৫জনকে উদ্ধার করেছেন এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে।
ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি এক বিবৃতিতে বলেছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের ফলাফল ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে।
ভাইরাল ভিডিওগুলোতে দেখা গেছে, একটি বড় ভবনের বেশ কিছু অংশ দাউদাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে।