রাজনৈতিক কর্মসূচি ঘিরে বাংলাদেশের গোপালগঞ্জ জেলা উত্তপ্ত হয়ে ওঠেছে। ঘটেছে অগ্নিসংযোগ, হামলার ঘটনা।
সবশেষ, এনসিপির কর্মসূচি ঠেকাতে ‘নাশকতার’ অভিযোগে আওয়ামী লীগের ৭ কর্মীকে আটকের খবর পাওয়া গেছে।
গেল বছরের জুলাইয়ে দেশটিতে সরকারি চাকরিতে কোটা দূর করতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। একপর্যায়ে আগস্টে আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসন ক্ষমতার পতন ঘটে।
এই ঘটনার বছর পূর্তিতে জেলায় জেলায় পদযাত্রা করছে আন্দোলনের নেতাদের দল এনসিপি।
বুধবার দলটির কর্মসূচি রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জে, যে এলাকাটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত।
এই কর্মসূচির পক্ষে-বিপক্ষে মঙ্গলবারই ফেসবুকে উত্তাপ ছড়িয়ে পড়ে। যার রেশ ধরা পড়ছে বুধবারের ঘটনাপ্রবাহে।
বুধবার সকালে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ করা হয়। পরে গাছ কেটে সদর উপজেলার ইউএনও’র গাড়িবহরে হামলা চালানো হয়।
এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জড়িত থাকার অভিযোগ করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও রকিবুল হাসান।
তার দাবি, এনসিপির কর্মসূচি বাতিল করতেই হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য জানতে পারেনি বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম।