প্রথমবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে নেপালি সিনেমা

hristi Shrestha, Najir

বাংলাদেশে বিদেশি চলচ্চিত্র প্রদর্শনীর তালিকায় এবার যুক্ত হচ্ছে নেপালের নাম। প্রথমবারের মতো ঢাকায় মুক্তি পাচ্ছে নেপালের সিনেমা।

১৮ই জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে নেপালি ছবি ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’।

সাফটা চুক্তির আওতায় দীপেন্দ্র গাউছান পরিচালিত ছবিটি আমদানি করেছে শো-মোশন লিমিটেড। নেপালে মুক্তির পর বেশ আলোচিত ও প্রশংসিত হয় ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’।

ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। সিনেমায় নেপালের তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, লোকজ সংস্কৃতি এবং মানুষের জীবনধারার চিত্র উঠে এসেছে।

আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় হবে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো। উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত, পরিচালক-প্রযোজকসহ সিনেমার কলাকুশলীরা।