খাদ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ৪ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া ৫ লাখ টন চাল আমদানির জন্য বেসরকারি পর্যায়ে অনুমতি দেয়া হবে।
মঙ্গলবার সরকারের খাদ্য পরিকল্পনা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
চাল ছাড়াও ৮ লাখ মেট্রিক টন গম আমদানি করবে সরকার।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বন্যায় আমন ধানের চাষ ক্ষতিগ্রস্ত হতে পারে- এমন শঙ্কা বিবেচনায় রেখেই চাল আমদানির পরিকল্পনা নেয়া হয়েছে।