বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে বিএনপি সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির একজন শীর্ষ নেতা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই বাংলাদেশের ব্যবসায়ীরা উদ্বিগ্ন।
এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পাঠাতে পিছিয়ে পড়ার শঙ্কা তাদের, বিশেষ করে পোশাক রপ্তানিকারকরা চাপে পড়েছেন।
মঙ্গলবার বিকেলে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকায় একটি বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক শেষে তিনি জানান, অতিরিক্ত শুল্ক মোকাবেলায় নিরাপত্তাসহ নানা বিষয়ে সরকারকে সমন্বিত সহযোগিতা করবে বিএনপি।
“মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে বিএনপি কাজ করবে”, বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
মার্কিন বাজারে রফতানির সঙ্গে ১৫-১৬ লাখ মানুষের কর্মসংস্থান জড়িত উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশটিতে রফতানি এড়িয়ে কোন কিছু অর্জন করা সম্ভব হবে না।