বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বাড়ানোর পাশাপাশি সরাসরি ভোটের দাবি জানিয়েছে মহিলা পরিষদ।
কেন্দ্রীয় শহীদ মিনারে বিকালে এক সমাবেশে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।
সমাবেশে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, সংসদের নারীর জন্য এক-তৃতীয়াংশ আসন বাড়ানোর দাবি করেছেন।
“আমরা বিশ্বাস করি সংসদে নারীর সরাসরি নির্বাচনের দাবি মানুষের কাছে একদিন গ্রহণযোগ্যতা পাবে।”
নারীকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে দলগুলোকে নারী আন্দোলনের দাবিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ফওজিয়া মোসলেম।
বর্তমানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নারীদের অবরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুও জাতীয় সংসদে সংরক্ষিত আসন বাড়ানো ও সরাসরি নির্বাচনের দাবি জানান।
“বর্তমানে বিপুল সংখ্যক নারী রাজনীতিতে আসলেও, তারা সংসদে মনোনীত হয়ে আসেন- ফলে তারা তাদের রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে থাকেন।”
রাজনৈতিক দলের নারী নেত্রীদের মনোনয়নের মাধ্যমে সংসদ সদস্য হওয়ার পদ্ধতিকে প্রত্যাখান করার আহ্বান জানিয়ে মালেকা বানু বলেন, “দলগুলোকে ভাবতে হবে, তারা কিভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সমতা প্রতিষ্ঠা করবে। এ বিষয়ে কেবল প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়ন করতে হবে।”
মহিলা পরিষদের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহানা ইউনূস বলেন, “জাতীয় সংসদে নারীকে শুধু নির্বাচিত হলেই হবে না, তাকে কাজ করার সুযোগ দিতে হবে।”