মিটফোর্ড হত্যাকাণ্ড: সবাইকে আইনের আওতায় আনার দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

মিটফোর্ড হত্যাকাণ্ড

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শুধু মিটফোর্ড নয়, সারা দেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না।”