ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শুধু মিটফোর্ড নয়, সারা দেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না।”