বৃষ্টিতে দুর্ভোগ কক্সবাজারে

মোহাম্মদ ফেরদাউস

টানা বৃষ্টিতে পর্যটন শহর কক্সবাজারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার কিছু বাঁধ।

সপ্তাহ জুড়েই ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণের জেলাটিতে। এর সঙ্গে যোগ হয়েছে পাহাড়ি ঢল।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, জুলাইয়ের প্রথম ৭ দিনে জেলায় ৬৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আর ভারী বৃষ্টির তোড়ে কক্সবাজারের নিচু এলাকাগুলো পানির নীচে তলিয়ে গেছে।

বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে মাতামুহুরি ও বাঁকখালীর পানি।

পানি বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। জেলার ৭০টিরও বেশি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

মাতামুহুরী নদীর পানি বেড়ে চকরিয়া ও পেকুয়ায় ২ হাজারের বেশি বাড়িতে পানি ঢুকে পড়েছে।

ফলে অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে গত মঙ্গলবার কক্সবাজার সৈকতের হিমছড়িতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী।

এদের মধ্যে ২ জনের মরদেহ পাওয়া গেছে। নিখোঁজ আরেক শিক্ষার্থীর খোঁজে প্রশাসনের তৎপরতা চলছে।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে রয়েছে সী-সেইফ লাইফ গার্ড। তবে সাগর উত্তাল রয়েছে।

বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। প্রথম সপ্তাহেই ব্যাপক বৃষ্টিপাতের পর কয়েকদিনের জন্য পরিস্থিতি উন্নতি হওয়ার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা।

তবে কক্সবাজারে গত বছরের তুলনায় এবার বৃষ্টি বেশি হওয়ার আশংকা করছেন তারা।