জাপা চেয়ারম্যানের ক্ষমতা ‘স্বৈরাচারী ও অগণতান্ত্রিক’

জাতীয় পার্টি

জাতীয় পার্টির গঠনতন্ত্রে দলের চেয়ারম্যানকে যে ক্ষমতা দেয়া হয়েছে তার সমালোচনা করেছেন দলটি থেকে পদচ্যুত হওয়া কয়েকজন নেতা।

সোমবার জাপা চেয়ারম্যান জি এম কাদের দলের মহাসচিবসহ শীর্ষ ৩ নেতাকে দল থেকে পদচ্যুত করেছেন।

এর প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার গণমাধ্যমের সামনে আসেন পদচ্যুত সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আরও পড়ুনআবার ভাঙছে জাপা?

সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ দল থেকে নেতাদের অপসারণে জাপা চেয়ারম্যানের একক ক্ষমতাকে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন।

এসময় তিনি দাবি করেছেন যে, জি এম কাদের তাদের পদচ্যুতের কথা বললেও তারা এখনো স্বপদে আছেন।

দ্রুত কাউন্সিল করে দলে সঠিক নেতৃত্ব নিয়ে আসার দাবিও জানান আনিসুল ইসলাম মাহমুদ।

এ সময় জাতীয় পার্টির পদচ্যুত মহাসচিব মুজিবুল হক চুন্নুও সম্মেলনের মাধ্যমে দলের নেতৃত্ব বাছাইয়ের কথা বলেছেন।

“কাউন্সিলে যেতে বাধা দিলেও আমরা যে কোন মূল্যে সেখানে যাবো।”

জাতীয় পার্টিকে আর ভাঙতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন চুন্নু।