বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন আরও ৮ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া খুলনার ষাটোর্ধ্ব ব্যক্তি একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
এ নিয়ে বাংলাদেশে কোভিডে চলতি বছর ২৫ জন মারা গেছেন।
সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনায় ২০২০ সালে ৭ হাজার ৫৫৯ জন, ২০২১ সালে ২০ হাজার ৫১৩ জন, ২০২২ সালে ১ হাজার ৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ জন ও ২০২৪ সালে ২২ জন মারা গেছেন।