বাংলাদেশে জুলাই মাসে এলপিজি গ্যাসের দাম কমেছে।
এর ফলে বিশ্ব বাজারে গ্যাসের দাম কমার প্রভাব বাংলাদেশেও পড়লো।
এনার্জি রেগুলেটরি কমিশন বুধবার সিলিন্ডার গ্যাসের নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে।
তাতে দেখা যায়, আগের মাসের তুলনায় কেজি প্রতি এলপিজি গ্যাসের দাম কমেছে ৩ টাকা ৩০ পয়সা।
ফলে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কমেছে ৩৯ টাকা।
জুলাই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার দাম নির্ধারণ করে দিলেও বাজার মনিটরিং নিয়ে ক্রেতাদের ক্ষোভ রয়েছে।
তদারকি না থাকায় ব্যবসায়ীরা অতিরিক্ত দামে গ্যাস নিতে ভোক্তাদের বাধ্য করছেন, এমন অভিযোগ রয়েছে।