এনবিআরের আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার?

বাংলাদেশে সরকারের কড়া বার্তার পর এনবিআরের অচলাবস্থা কেটেছে।

সব ধরণের কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগেই এই আন্দোলনের নেতৃত্বে থাকা কয়েকজন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।

এরপর থেকেই আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে যাচ্ছে কিনা, সে বিষয়ে এনবিআরের ভেতরে-বাইরে আলোচনা চলছে।

এ বিষয়ে সাংবাদিকরা সোমবার জানতে চেয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দীন আহমেদের কাছে।

জবাবে তিনি বলেছেন, “স্বচ্ছতার সঙ্গে কাজ করলে এনবিআরের কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।”

এই আন্দোলনকে ‘অগ্রহণযোগ্য’ দাবি করে অর্থ উপদেষ্টা বলেছেন, “পোর্ট বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে।

“এখন স্বচ্ছতার সাথে কাজ করলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না।”

আন্দোলনের নেতাদের বিষয়ে দুদকের অনুসন্ধানকে সরকারের হস্তক্ষেপ মানতে নারাজ তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “সরকারের হস্তক্ষেপে নয়, দুদক স্বপ্রণোদিত হয়েই এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।”

এনবিআরকে দুই ভাগ করতে গত মাসে সরকারি উদ্যােগ শুরু হওয়ার পর থেকেই অস্থিরতা চলছিল এনবিআরে।

এনবিআর বিলুপ্ত না করে রাজস্ব ব্যবস্থা সংস্কার করা ও বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে আসছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।