আত্মঘাতী হামলায় পাকিস্তানে ১৬ সেনা সদস্য নিহত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

দুপুরের খাবারের সময় দেশটির উত্তর-পশ্চিম অংশের উত্তর ওয়াজিরিস্তানে সামরিক যান লক্ষ্য করে চালানো এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের একটি পক্ষ।

২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা নেওয়ার পর পাকিস্তানের আফগান সীমান্তে সন্ত্রাসী হামলা ব্যাপক হারে বেড়েছে। নিয়মিতই সহিংস হামলায় সামরিক-বেসামরিক মানুষ মারা যাচ্ছেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের একজন সরকারি কর্মকর্তা গণমাধ্যমকে ঘটনার বর্ণনা বলেছেন, “একজন আত্মঘাতী বোমারু বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে সামরিক কনভয়ে ধাক্কা দেয়।”

এরপরই বহু হতাহতের ঘটনা ঘটে।

আরেকজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের পর সামরিক কনভয় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ২টি বাড়ির ছাদও ভেঙে পড়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বোমা হামলায় ৬ জন শিশু, ১০ জন সেনা সদস্যসহ মোট ২৯ জন আহত হয়েছেন।

পাকিস্তানের তালেবানের সঙ্গে সম্পৃক্ত হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলাকারী শাখা হামলার দায় স্বীকার করেছে।