ইরানের হামলা: কাতারে ভয়-আতংক, কেনাকাটার হুড়োহুড়ি

মেহেদী হাসান, মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক

কাতারে ইরানের হামলার পর দেশটির বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

দীর্ঘস্থায়ী যুদ্ধের ভয় নিয়ে তারা ছুটছেন মার্কেটে, খাবারের সন্ধানে।

শনিবার রাতে দোহার আকাশে ক্ষেপণাস্ত্র ছুটে আসতে দেখার পরই উদ্বিগ্ন হয়ে পড়ে সাধারণ মানুষ।

কাতারের বাংলাদেশ প্রবাসী শরীফ আহমেদ জানান, রেস্টুরেন্টে খেতে বসে হঠাৎ তিনি বিস্ফোরণের আওয়াজ পান।

আরও অনেকের মত তিনিও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান। দৌঁড়ে চলে যান বাসার ছাদে।

“দেখলাম আকাশে একের পর এক মিসাইল আসছে, আর সেগুলোকে ঠেকিয়ে দেয়া হচ্ছে। আকাশেই বিস্ফোরিত হচ্ছে”, বলেন শরীফ।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। তেহরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবকিছুকে আক্রমণের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল।

কাতারে ইরানের হামলা ছিল মূলত এখানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে। এর পরপরই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে দোহা।

হামলার পর কাতারের রাস্তায় থমথমে পরিস্থিতি দেখা দেয়। রাস্তায় জড়ো হয়ে সাধারণ মানুষকে মিসাইলের গতিবিধি পর্যবেক্ষণ করতে দেখা যায়।

অনেকে ছুটছিলেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। মানুষের দৌঁড়াদৌড়িতে রাস্তায় যানবাহন আটকে যেতেও দেখা যায়।

খাবার মজুদের তোড়জোড়

দোহার মার্কেটগুলো ঘুরে দেখা যায়, হাজার হাজার মানুষ বিভিন্ন দোকানে ভীড় করেছেন। তাড়াহুড়ো করে খাবার কিনতে দেখা যায় তাদের।

ভারতের প্রবাসী কবীর শর্মার ভয়- এই ঘটনার মধ্য দিয়ে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সেজন্য আপদকালীন প্রস্তুতি নিয়ে রাখছেন তিনি।

মিস্টার শর্মার ভাষ্য, “একাধিক দেশ জড়িয়ে পড়েছে। এখন তো সব আনপ্রেডিক্টেবল মনে হচ্ছে।

“কে জানে রাতেই যে এটার পাল্টা জবাব হবে না? এ কারণে যতটুকু পারা যায়, সেভাবে কিছু খাবার কিনে রাখলাম; বিপদের ভরসা হিসেবে।”

দোহায় নির্ঘুম রাত

ইরান হামলা দোহার বাসিন্দাদের যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণে ব্যস্ত করে ফেলেছে। তারা এখন এই যুদ্ধের ভবিষ্যত নিয়ে নানা ধরণের সমীকরণ কষছেন।

অনেকের আশঙ্কা রাতে আরও হামলা হতে পারে। এই শঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা।

কাতারের নেপালি শ্রমিক সমীর অধিকারীর কন্ঠে ধরা পড়লো কয়েক ঘণ্টা আগে ঘটে যাওয়া হামলার পুনরাবৃত্তির শঙ্কা।

পরিবারের সদস্যরা দফায় দফায় ফোন করে তার খোঁজ নিচ্ছেন।

“রাতেই তো হামলাগুলো হয়ে থাকে। ইরান আবার হামলা করে কিনা কে জানে! ভয় হচ্ছে, রাতটা জেগেই কাটাবো”, বলেন সমীর।

ফেইসবুক: কাতারে ইরানের হামলার ভিডিও

ইউটিউবে দেখুন