ইরানে মার্কিন বাহিনীর বোমা হামলার পর খোদ যুক্তরাষ্ট্রেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার সিনেটররা তাদের প্রেসিডেন্টের ব্যাপক সমালোচনা শুরু করেছেন।
যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে।
প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স এর সমালোচনা করে বলেছেন, এই হামলা ‘সম্পূর্ণভাবে অসাংবিধানিক’।
সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস বলেন, ট্রাম্প তার ইচ্ছা পূরণে আমেরিকাকে ভুল পথে নিয়ে যাচ্ছেন।
কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে হামলা চালানোর সমালোচনা করে তিনি বলেছেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি হলো।
কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে হামলা চালানোয় ট্রাম্পের সমালোচনা করেছেন তার দলের নেতারাও।
রিপাবলিকান নেতা থমাস মাসি এই হামলাকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন।
ডেমোক্রেটিক নেতা সারা জ্যাকবস সতর্ক করে বলেছেন, এই হামলার মাধ্যমে ওয়াশিংটন একটি দীর্ঘস্থায়ী ও প্রাণঘাতি লড়াইয়ে জড়ানোর ঝুঁকিতে পড়েছে।