চট্টগ্রাম বন্দর নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে ‘স্বৈরতন্ত্রের ভাষা’ হিসেবে সমালোচনা করেছেন আনু মুহাম্মদ।
চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা নিয়ে গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে। দেশটির শীর্ষ রাজনৈতিক দলগুলো এ বিষয়ে সরকারের অবস্থানের বিরোধিতা করে আসছে।
এর মধ্যে গত ৬ জুন জাতির উদ্দেশ্যে ভাষণে মুহাম্মদ ইউনূস বন্দর ব্যবস্থাপনা নিয়ে সরকারের উদ্যোগের বিরোধিতাকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছিলেন।
গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ শনিবার ঢাকার পল্টনে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া সংক্রান্ত এক আলোচনায় বক্তব্য রাখেন।
সেখানে প্রশ্ন উত্থাপনকারীদের প্রতিহত করার আহ্বানকে ‘ঠিক স্বৈরতন্ত্রের ভাষা’ বলে মন্তব্য করেচেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, “প্রশ্ন তুললে উত্তর দিতে হবে। তা না করে প্রতিহত করার কথা বলছে। এটা শুনতে তো এদেশের মানুষ জীবন দেয় নি।”