বিশ্বের যে ১০ বিমানে চলাচল সবচেয়ে নিরাপদ

অনুপম ভার্মা

দ্রুত চলাচলের জন্য এখন বিশ্বের ভরসা হয়ে দাঁড়িয়েছে বিমান যাত্রা। কিন্তু বিমানে চলাচল কতটা নিরাপদ?

বিশ্বের সব প্রান্তেই এখন বিমান দুর্ঘটনা আগের তুলনায় অনেক বেড়েছে। সবশেষ ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৭০ জনের মৃত্যু ঘটেছে।

এসব ঘটনা প্রমাণ করে, বিমান যাত্রায় অতীতের যে কোন সময়ের চেয়ে বিমান যাত্রা বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। আর বিমান দুর্ঘটনা ব্যাপক প্রাণহানি ঘটানোর কারণে এ নিয়ে দুশ্চিন্তাও বাড়ছে।

এ কারণে বিশ্বে যেসব বিমান নিরাপদ সেবা প্রদান করে, সেসব বিমানের চাহিদা বাড়ছে। মানুষ এখন আগ্রহ নিয়ে জানতে চাচ্ছে, কোন কোন বিমানে চলাচল আসলে নিরাপদ।

সম্প্রতি নিরাপদ বিমান যাত্রা নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে এয়ারলাইন রেটিংস ডটকম। বিমান পরিসেবা সংক্রান্ত ওয়েবসাইটটি তাদের তালিকায় তুলে এনেছে সবচেয়ে নিরাপদ বিমানগুলোর নাম।

এই তালিকা তৈরি করতে পাইলট এবং বিমান বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। এছাড়াও গত ২ বছরে বিমান চলাচলে গুরুতর ঘটনা, বিমানের বহরের বয়স, বিমানের আকার, প্রাণহানি, পাইলটদের দক্ষতা এবং প্রশিক্ষণ- ইত্যাদি বিষয়কে বিবেচনায় নেয়া হয়েছে।

অর্থা, বিমানের নিরাপত্তা সংক্রান্ত খুটিনাটি সব বিষয় বিবেচনা করেই নিরাপদ বিমানের তালিকাটি করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে নিরাপদ ১০ বিমানের তালিকা

সবশেষ সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে নিরাপদে বিমান সেবা দিচ্ছে- এয়ার নিউজিল্যান্ড।

এই তালিকায় জনপ্রিয় বিমান পরিচালনাকারী কোম্পানি কাতার এয়ারওয়েজ ও এমিরেটস যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। ৫ নম্বরে রয়েছে ইতিহাদ এয়ারওয়েজ।

১. এয়ার নিউজিল্যান্ড

২. কোয়ান্টাস

৩. ক্যাথে প্যাসিফিক, কাতার এয়ারওয়েজ, এমিরেটস

৪. ভার্জিন অস্ট্রেলিয়া

৫. ইতিহাদ এয়ারওয়েজ

৬. এএনএ

৭. ইভা এয়ার

৮. কোরিয়ান এয়ার

৯. আলাস্কা এয়ারলাইন্স

১০. তুর্কি এয়ারলাইন্স

বিমানে চলাচল কতটা নিরাপদ?

বিমানে চলাচলে ঝুঁকি বাড়লেও আদতে এটি কতটা ঝুঁকিপূর্ণ? সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিশ্বে যাত্রী পরিবহনের যেকোন পদ্ধতির তুলনায় আকাশ পথের যাত্রা অনেক নিরাপদ।

এই নিরাপত্তা সমীক্ষায় দেখা গেছে যে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে বিশ্বে বিমানে প্রায় ১ কোটি ৩৭ লক্ষ যাত্রীর মধ্যে মৃত্যুর ঝুঁকি ছিল একজনের।

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১.১৯ লক্ষ মৃত্যুর আনুমানিক হিসাব দিয়েছিল; যা প্রতি মিনিটে ২জনেরও বেশি মৃত্যুর সমান।

এই পরিসংখ্যান বিমানের নিরাপত্তার বিষয়টি তুলে ধরলেও সাম্প্রতিক চিত্র উদ্বেগের।

শুধুমাত্র ২০২৪ সালের ডিসেম্বরে আকাশ পথে ২০০ জনেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। অথচ আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিমান দুর্ঘটনায় সারা বিশ্বে মারা গিয়েছিলেন মোট ৭২ জন।