বাংলাদেশে করোনায় আরও ১ জনের মৃত্যু

বাংলাদেশে করোনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হল।

কোভিডে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জনই নারী।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ২৫ জন রোগী শনাক্ত হয়েছেন।

সব মিলিয়ে চলতি বছর ২৮৪ জন বাংলাদেশে কোভিডে আক্রান্ত শনাক্ত হয়েছেন।