পোশাক শ্রমিকদের ঈদ বোনাস মে মাসের মধ্যে: উপদেষ্টা

পোশাক শ্রমিকদের মে মাসের মধ্যে ঈদের বোনাস দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

একইসঙ্গে জুন মাসের বেতন ৩ জুনের মধ্যে পরিশোধ করতে গার্মেন্টস মালিকদের বলা হয়েছে।

ঈদের আগে শ্রমিক অসন্তোষ এড়াতে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদুল আজহার বিষয়ে এক বৈঠকে এসব নির্দেশনা আসে।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, শ্রমিকদের কোন যৌক্তিক দাবি থাকলে তার সমাধান করতে গার্মেন্টস মালিকদের বলা হয়েছে।

অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে না নামতে পোশাক শ্রমিকদের আহ্বান জানিয়েছেন উপদেষ্টা।