ইউনূস সরকারের প্রথম বছরে অতি গরিব ‘হবে’ ৩০ লাখ মানুষ, কেন?

বাংলাদেশে অস্বাভাবিক কিছু না হলে ২০২৫ সাল হতে যাচ্ছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বছর। আর এ বছরই দেশটিতে অতি দরিদ্র মানুষ বাড়তে যাচ্ছে।

বিশ্ব ব্যাংকের পূর্বাভাস বলছে, এ বছর বাংলাদেশে নতুন করে ৩০ লাখ মানুষ অতি দরিদ্র হয়ে যাবে।

এত বিশাল জনগোষ্ঠী অতি দরিদ্র হয়ে গেলে তা দেশটির সমাজ ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি করবে।

অতি দরিদ্রের পাশাপাশি দরিদ্র মানুষ বাড়ার তথ্যও দিয়েছে বিশ্ব ব্যাংক।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মানুষের আয় কমে যাবে, অনেকে চাকরি হারাবেন; একই সঙ্গে জিনিসপত্রের দাম বাড়বে। এসবের ফলে সমাজে বৈষম্য আরও বাড়বে।

এ ধরণের পরিস্থিতি তৈরির পিছনে কিছু কারণ জানিয়েছে বিশ্ব ব্যাংক।

সংস্থাটি বলছে, দেশের শ্রম বাজার এখন যে দুর্বল অবস্থায় আছে তার প্রভাব পড়বে মানুষের আয় ও চাকরির নিশ্চয়তার উপর।

এছাড়া নিরাপত্তা পরিস্থিতি ভঙুর থাকায় দেশে বিনিয়োগ আসবে কম। ফলে অর্থনীতির গতি ধীর হয়ে পড়বে। নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়লে পরিস্থিতি আরও নাজুক হতে পারে।

ফলে বৈদেশিক রপ্তানিও কমে যাবে। সবমিলিয়ে পরিস্থিতি সামলাতে সরকারকে ঋণ নেওয়া বাড়াতে হবে।