ব্যবসা শুরু করার আগে জানুন এই ৬ বিষয়

টাকা থাকলে ব্যবসায় নেমে পড়লেই সফল হওয়া যায় না, বরং লোকসানে পড়ার ঝুঁকি থাকে। সফল ব্যবসায়ী হতে চাইলে ব্যবসায় নামার আগেই কিছু বিষয়ে প্রস্তুতি সেরে নিতে হবে।

সঠিক ব্যবসা বাছাই:

যেকোন ব্যবসায় না নেমে, কোন বিষয়ে নিজের জানাশোনা আছে তা আগে বুঝতে হবে। নিজে জানেন না এমন ব্যবসায় নামলে ভরাডুবি খেতে সময় লাগবে না। তাই আগে দক্ষতা অর্জন করুন। প্রয়োজনে এ ধরণের ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে সময় কাটান, সাধারণ বিষয়গুলো বুঝে নিন।

সঠিক জায়গা বাছাই:

সব জায়গায় সব ব্যবসা চলে না। আপনি যে স্থানে ব্যবসা দিতে চান সে স্থানে কোন ধরণের পণ্যের চাহিদা আছে তা বুঝার চেষ্টা করুন। সে অনুযায়ী ব্যবসা ঠিক করুন।

অথবা আপনি যে ধরণের ব্যবসা করতে চান, তার চাহিদা কোন এলাকায় বেশি তা যাচাই করুন। যে এলাকায় চাহিদা বেশি দেখবেন, সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন।

নিজের সময় দেওয়ার মানসিকতা:

নিজে তদারকি করতে না পারলে কোন ব্যবসাই দাঁড়ায় না। কারণ আপনি নিজের ব্যবসাকে যেভাবে মমতা দিয়ে বড় করতে চাইবেন, অন্য লোক সেভাবে গুরুত্ব দিবে না। সে কারণে নিজে কতটা সময় দিতে পারবেন, তা আগে ভেবে নিন।

সঠিক লোক ঠিক করুন:

আপনার ব্যবসা দেখভাল করার জন্য সঠিক লোক ঠিক করুন। কাজে মনোযোগী, দক্ষ, পরিশ্রমী ও বিশ্বাস ভঙ্গ করবে না- এমন লোক নিয়োগ দিন।

বিনিয়োগ নিশ্চিত করুন:

ব্যবসার আকার অনুযায়ী বিনিয়োগ ঠিক করুন। শুধু শুরুর বিনিয়োগ নয়, এক বছর ব্যবসা পরিচালনার ব্যয়ও আগে থেকে ঠিক করে রাখুন। তাহলে ব্যবসা দাঁড়ানোর আগেই ভেঙে পড়তে হবে না।

মনোবল শক্ত রাখুন:

ব্যবসায় যেকোন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, তার জন্য প্রস্তুত থাকুন। মনোবল শক্ত রাখুন, যাতে সব পরিস্থিতি মোকাবেলা করতে পারেন।