খুলনার কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। ক্ষমতা হারানোর পর জেলায় এই প্রথম দলটির দফায় দফায় মিছিল করা নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা চলছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে খুলনা জেলা ও মহানগরের আওয়ামী লীগের নেতাকর্মীরা রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ৪ স্থানে মিছিল করেছে।
খুলনা জেলার জিরো পয়েন্ট, সোনাডাঙ্গার মজিদ সরণি, বয়রার মহিলা কলেজ সড়ক এবং দৌলতপুরে মিছিল বের করেন তারা।
আওয়ামী লীগের এই কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি।