বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএ সদস্য নিহত: আইএসপিআর

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় সেনা অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির ২ সদস্য নিহত হওয়ার তথ্য দিয়েছে আইএসপিআর।

কেএনএ নামে পরিচিত কুকি-চিন ন্যাশনাল আর্মিকে দেশটির পার্বত্য অঞ্চলে সক্রিয় বম পার্টির সশস্ত্র শাখা বলা হয়।

বম পার্টি দক্ষিণ এশিয়ার কয়েকটি সংখ্যালঘু জাতিকে নিয়ে ‘স্বায়ত্তশাসিত’ অঞ্চল প্রতিষ্ঠার দাবি করে।

বাংলাদেশে এই পার্টিকে ‘বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী’ হিসেবে বিবেচনা করা হয়।

আইএসপিআর জানিয়েছে, বান্দরবানের রুমায় সেনা অভিযানে যে ২ জন মারা গেছেন, তাদের মধ্যে কেএনএ কমান্ডারও রয়েছেন।

এসময় ৩টি এসএমজি, ১ টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের তথ্য দিয়েছে আইএসপিআর।

এ বিষয়ে কুকি-চীন ন্যাশনাল আর্মির কোন বক্তব্য জানতে পারে নি বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম।