জবি রোভার স্কাউটে ‘দীক্ষা’ নিল ১৩৩ ‘সহচর’

কামরুল হাসান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম এ ক্যাম্পের উদ্বোধন করেন।

গ্রুপ সম্পাদক মিন্টু আলী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ঢাকা জেলা রোভারের কমিশনার ওমর আলী উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় মুক্তমঞ্চে স্কাউট ওউন শেষে রাতে গাজীপুরে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশ্য যাত্রা করে স্কাউট দলটি।

সেখানে দুই রাতের তাঁবুবাস, প্রশিক্ষণ, অ্যারোবিক্স, হাইকিং, কিমস গেইম, ক্যাম্প ফায়ার, মহাতাঁবু জলসাসহ বিভিন্ন স্কাউটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এরপর ৫ জুলাই জবি রোভার গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার মিন্টু আলী বিশ্বাস দীক্ষা প্রদান করেন।

দীক্ষা গ্রহণের মাধ্যমে ১৩৩ জন ‘সহচর’ জবি রোভার স্কাউট গ্রুপের সদস্য হন।

বর্তমান ও সাবেক মিলিয়ে ২৫০ জন রোভার এ আয়োজনে অংশ নেন।

এই সময় রাম্বলিং এবং সেবা প্রশিক্ষণের ব্যাজ ও বিভিন্ন সম্মান সূচক স্মারক প্রদান করা হয়।

গত বছর পাঁচ শতাধিক শিক্ষার্থী রোভার স্কাউটের প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ করে।

সহচর পর্যায়ে তাদের সামগ্রিক ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত বাছাইপর্ব শেষে ১৩৩ জন সহচর দীক্ষা গ্রহণের সুযোগ পান।

এই আয়োজন ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুতে সহায়ক হবে আশা করে জবি রোভার ইন কাউন্সিলের সম্পাদক মেহেদী হাসান বলেন, “ক্যাম্পের মূল উদ্দেশ্য নতুন রোভারদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা তৈরির পরিবেশ সৃষ্টি করা।

“এর মাধ্যমে রোভাররা স্কাউটিংয়ের মৌলিক নীতিমালা সম্পর্কে জ্ঞান অর্জন, আত্মশুদ্ধি, দলীয় সমন্বয় এবং মানবিক মূল্যবোধের চর্চা করেছেন।”