লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটারদের। শেষ চেষ্টা করেও ভারতকে জেতাতে পারলেন না রবীন্দ্র জাদেজা। ১৯৩ রানের টার্গেটে ১৭০ রান তুলে অলআউট হয় ভারত। ম্যাচ ২২ রানে হারে ম্যাচ।
শেষ দিন জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৩৫ রান। ইংল্যান্ডের দরকার ছিল ৬ উইকেট। জয়ের সুযোগ ছিল দু’দলের সামনেই। দিনের শুরুতেই স্টোকস, জফ্রা আর্চারেরা দারুণ শুরু করে। আর এতেই একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। ঋষভ পন্থ ৯ রানে, লোকেশ রাহুল ৩৯ রানে। প্রথম এক ঘণ্টার মধ্যে ৮২ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় শিবির।
তবে, চাপের মুখে লড়াই করেছে জাডেজা এবং নীতীশ কুমার রেড্ডি। নীতীশ ১৩ রানে আউট হলে অভিজ্ঞ জাডেজা উইকেটের একপ্রান্ত আগলে রেখেছে। মরিয়া চেষ্টা করেও ভারতকে জেতাতে পারলেন না রবীন্দ্র জাডেজা। শেষ দিকে জাডেজা এবং বুমরাহ মরিয়া লড়াই করলেন। ১১২ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর ২২ ওভার লড়াই করলেন তাঁরা। বুমরাহ আউট হবার পর মোহাম্মদ সিরাজকে নিয়ে রানের ব্যবধান একটু কমালেও শেষ রক্ষা হয়নি। স্পিনার বশিরের বল পা দিয়ে সরানোর চেষ্টা করলেও স্ট্যাম্পে বল লেগে আউট হন সিরাজ। টানা চারটি টেস্ট ইনিংসে অর্ধশতরান করলেন জাডেজা। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৬১ রানে। রুদ্ধশ্বাস লড়াই শেষে ২২ রানে সিরিজ জিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেলেন বেন স্টোকসেরা।
স্কোর: ইংল্যান্ড প্রথম ইনিংশ ৩৮৭ ও দ্বিতীয় ইনিংশ ১৯২, ভারত প্রথম ইনিংশ ৩৮৭ ও দ্বিতীয় ইনিংশ ১৭০।
