আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার ড্রোনে হামলা চালিয়েছে পোলিশ ও ন্যাটো বাহিনী। ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় এই হামলা চালানো হয়। এ সময় পোলিশ এবং ন্যাটো বাহিনী রাশিয়ার বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। পরে যৌথভাবে আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করে। সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
পোলিশ সেনাবাহিনী বলছে, বুধবার ভোরে এক ডজনেরও বেশি ড্রোন পোলিশ আকাশসীমায় প্রবেশ করে। এসময় দেশটির যুদ্ধবিমানগুলোকে তৎপর করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো পোলিশ এবং ন্যাটো বাহিনী সংঘাতে জড়িয়ে পড়েছে।
পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আজ ইউক্রেনের লক্ষ্যবস্তুতে রাশিয়ান ফেডারেশনের আক্রমণের সময় আমাদের আকাশসীমা বারবার ড্রোন দ্বারা লঙ্ঘিত হয়েছে। সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডারের অনুরোধে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করার জন্য অভিযান চলছে।
পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন, পোলিশ আকাশসীমা একাধিকবার লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনায় অভিযান চলছে। শত্রু ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহের কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে, পোলিশ ও ন্যাটো বাহিনী রাশিয়ার ড্রোনে হামলা চালানোর ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো।
