যুক্তরাষ্ট্রে যেন বন্দুক হামলা থামছেই না। এবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় তিন পুলিশ নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে পাল্টা পুলিশের গুলিবর্ষণে হামলাকারীও মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল পূর্বে নর্থ কোডোরাস টাউনশিপের ইয়র্ক কাউন্টির একটি গ্রামীণ এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ও আহত পুলিশ কর্মকর্তারা এক পারিবারিক বিরোধসংক্রান্ত তদন্তের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়েছিলেন।
হামলার ঘটনার পর বুধবার স্থানীয় এক হাসপাতালে দুই আহত কর্মকর্তা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানান, “হামলাকারীও নিহত হয়েছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।
চলতি বছরের ২২ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় এক হাসপাতালে জিম্মি পরিস্থিতির সময় গুলিবিনিময়ে পুলিশের গুলিতে এক কর্মকর্তা নিহত হয়েছিলেন। ওই ঘটনায়ও বন্দুকধারী মারা যায়।
