জকসু নির্বাচন ২৭ নভেম্বর

কামরুল হাসান, জবি প্রতিনিধি

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর ফলে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর এবারই প্রথম নিজেদের প্রতিনিধি বেছে নেয়ার সুযোগ পেতে যাচ্ছে শিক্ষার্থীরা।

বুধবার প্রকাশ হওয়া রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ অক্টোবর জকসু নির্বাচন কমিশন গঠন করা হবে।

কমিশনের কার্যক্রম শুরুর ২৮তম দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

৩৫ তম দিনে মনোনয়ন পত্র জমাদানের পর ৩৭ তম দিনে মনোনয়ন পত্র বাছাইয়ের কাজ চলবে।

৪০তম দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। এরপর প্রচারণা শেষে ২৭ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটগ্রহণের দিনই ফলাফল ঘোষণার পরিকল্পনা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।