নেপালে বিক্ষোভ: ম্যাচ না খেলেই দেশে ফিরছেন ফুটবলাররা

এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতির জন্য নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। তবে সেই ম্যাচ না খেলে একদিন আগেই দেশে ফিরে আসছে জাতীয় দল।

নেপালের জেন-জি শিক্ষার্থীদের সাথে সরকারের ঝামেলা শুরু হয়েছে। ফলে নিরাপত্তার শঙ্কা থাকায় শেষ ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। লাল-সবুজের প্রতিনিধিরা মঙ্গলবার বিকাল ৩টায় বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফিরবেন।

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে ৬টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে নামার কথা ছিল বাংলাদেশ ও নেপালের। দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই ম্যাচটি বাতিল করতে হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, নেপাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নির্ধারিত সময়ের একদিন আগে আজ বিকেল ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে করে দেশে ফিরবে।

ম্যাচ বাতিল হওয়া নিয়ে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুকে লিখেছেন, ‘নেপালের বিপক্ষে আমাদের ম্যাচটি বাতিল হয়েছে। তা শুনে দুঃখ হচ্ছে। কাঠমুন্ডুতে যে অস্থিরতা ও গুলিবর্ষণ হচ্ছে তাতে আমাদের সেখানে খেলা নিরাপদ নয়। যারা সেখানে প্রাণ হারিয়েছেন ও হতাহতের স্বীকার হয়েছেন তাদের জন্য আমার হৃদয় হরণ হয়েছে।’

নেপাল সরকারের বিপক্ষে অবস্থান নেয় দেশটির শিক্ষার্থীরা। তার জেরেই শুক্রবার থেকে দেশটিতে বন্ধ আছে মাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। সোমবার দেশটির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এপর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।