ফুটবলের উর্বর ভূমি হিসেবে খ্যাত ল্যাটিন আমেরিকা। ফুটবল খেলার শুরু থেকেই এই আধিপত্য বজায় রেখেছে এই অঞ্চলের তারকারা। ফুটবলের ইতিহাস, ঐতিহ্যের বড় একটা অংশই যেনো এই অঞ্চলকে ঘিরে। এবার সেই ফুটবলকে কেন্দ্র করে নতুন এক ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী। ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর বাছাই পর্বে কনমবেল অঞ্চলের ১০টি দেশ আজ শুক্রবার বাংলাদেশে সময় সকালে মাঠে নামে। এখানেই সৃষ্টি হয় এক অন্যন্য ইতিহাস।
সকালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ভেনেজুয়েলা, ব্রাজিল-চিলি, কলম্বিয়া-বলভিয়া, উরুগুয়ে-পেরু ও প্যারাগুয়ে-উকুয়েডর। তবে, প্যারাগুয়ে বনাম উকুয়েডরের ম্যাচ গোল শূন্য ড্র হলেও বাকি সবাই ৩-০ গোল ব্যবধানে জয়ী হয়েছে। আর এই সব কয়টি দল আজ ঘরের মাঠে প্রতিপক্ষের জালে ৩ গোল দিয়েছে এবং হজম করতে হয়নি একটি গোলও।
ঘরের মাঠে আজ শেষ ম্যাচ ছিলো আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির। ঘরের এস্তাদিও মনুমন্তোলেই ২০ বছর আগে বিশ্বকাপ বাছাইয়ে অভিষেক হয়েছিলো মেসির। আর আজ সেই মাঠেই বিদায় জানালেন। বিদায়ী ম্যাচে মেসির জোড়া গোল আর লাউতারো মার্টিনেজের এক গোলে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ জয় পায় আকাশি-সাদা জার্সিধারীরা।
তেমনি ঘরের মাঠ মারাকানায় চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। নেইমার–ভিনিসিয়ুস–রদ্রিগো ছাড়াই দাপট দেখিয়েছে সেলেসাওরা। গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেস।
মেট্রোপলিটানো রবার্তো মেলান্দেজ ব্যারানকুইলা মাঠে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ল্যাটিন আমেরিকার আরেকদল কলম্বিয়া। প্রথমার্ধে ১ গোল করলেও দ্বিতীয়ার্ধে ২ গোল করে অধিনায়ক রদ্রিগেজের দল। দলের জয়ে রদ্রিগেজ করে এক গোল। পরে, কর্ডোবা ও জে কুইন্টেরো গোলে ৩-০ ব্যবধানে বলিভিয়ার বিপক্ষে জয় পায় কলম্বিয়া।
আর্জেন্টিনা- ব্রাজিলের মতো একই পথে হেটেছে উরুগুয়ে। তারাও পেরুকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের মাঠের আধিপত্য বজায় রাখে। এস্তাদিও সেন্টেনারিও মন্টেভিডিও স্টেডিয়ামে খেলার শুরুর ১৪ মিনিটেই গোল পায় উরুগুয়ে। দলের হয়ে গোল করেন আর আগুয়েরে, জি ডি আরাসকেটা ও ভিনাস।
তবে, প্যারাগুয়ে বনাম উকুয়েডরের ম্যাচ গোল শূন্য ড্র হয়। প্যারাগুয়ের মাঠে গোলের দেখা না পেলেও আধিপত্য দেখায় পেরু। এই ম্যাচেও যদি ৩-০ গোলে কোনো দল জয় পেতো তাহলে কনবেল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ভিন্নমাত্রা যোগ হতো।
