তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির বালিকেসির প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া বহু ভবন ধ্বংস হয়ে যাওয়ার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।
রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ভূমিকম্প আঘাত হানে।
এতে কমপক্ষে ১৬টি ভবন ধসে পড়ে অন্তত ২৯ জন আহত হয়েছেন।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে, যা ইস্তাম্বুলের বাসিন্দারাও টের পান।
তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫০ হাজারের বেশি এবং পার্শ্ববর্তী সিরিয়ায় আরও ৫ হাজার মানুষ নিহত হয়।
