গাজায় ইসরাইলি হামলায় প্রতি ঘণ্টায় একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়। এমন তথ্যই জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি জানিয়েছে, প্রায় ২৩ মাসের যুদ্ধে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় গড়ে প্রতি ঘণ্টায় কমপক্ষে একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
গাজার সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে কমপক্ষে ২০,০০০ শিশু নিহত হয়েছে।
এদিকে, চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকাল থেকে ইসরাইলে কমপক্ষে ৬৭ জনকে হত্যা করেছে। এরমধ্যে ৪৫ জন গাজা সিটিতে নিহত হয়েছেন।
এর আগে, ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দিনে অনাহার ও অপুষ্টিতে কমপক্ষে আরও ছয়জন ফিলিস্তিনি মারা গেছেন। এ নিয়ে গাজায় ইসরাইলি ত্রাণ অবরোধের পর মৃত্যুর সংখ্যা ৩৮২ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১৩৫ জন শিশু।
৭ অক্টোবর, ২০২৩ তারিখে যুদ্ধ শুরুর পর ইসরাইলি হামলায় অন্তত ৬৪ হাজার ৩৬৮ জন ফিলিস্তিনি নিহত আর ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন আহত হয়েছে।
ইসরাইলের ঘোষিত মানবিক অঞ্চলেই বোমা হামলা
ইসরাইল যে সব এলাকায় মানবিক অঞ্চল ঘোষণা করেছিলো, সেই সব এলাকার বোমা হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এরমধ্যে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন।
যুদ্ধের শুরুতে ইসরাইলি সেনাবাহিনী এই এলাকাটিকে “মানবিক” বা “নিরাপদ” অঞ্চল হিসেবে ঘোষণা করলেও, বারবার বোমা হামলা চালানো হয়েছে, যার ফলে শত শত বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনিদের দক্ষিণে “নিরাপদ অঞ্চল” ঘোষণা করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।
