ঈদের দিন বৃষ্টিপাত হতে পারে?

দুয়ারে ঈদ প্রায় চলে এলেও আবহাওয়া পরিস্থিতি নিয়ে স্বস্তির ইঙ্গিত মিলছে না।

আগামী ৭ জুন বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ।

কুরবানির ঈদের আনুষ্ঠানিকতার জন্যই আবহাওয়া পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রোদ-বৃষ্টির খেলা মানুষকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।

ঈদের আবহাওয়া নিয়ে মানুষ মূলত ৪ কারণে উদ্বেগে রয়েছে।

ঈদের দিন বৃষ্টি হলে ঈদের প্রধান কর্তব্য ঈদ জামাত নিয়ে আলাদা পরিকল্পনা করতে হবে।

ঈদের দিন বৃষ্টি হলে সেদিনের গুরুত্বপূর্ণ কাজ কুরবানি করা নিয়ে ভোগান্তি হতে পারে।

ঈদের আগে বৃষ্টি চলতে থাকলে হাট থেকে কুরবানির পশু কিনতে জটিলতায় পড়তে হতে পারে।

ঈদের আগে বৃষ্টি চলতে থাকলে শহর থেকে গ্রামে যেতেও ভোগান্তি সঙ্গী হবে।

এছাড়া গ্রামে ঈদের ছুটিতে জনচাপ বেড়ে যাওয়ায় লোডশেডিং বাড়ে। সেজন্য গরম নিয়েও অনেকে উদ্বিগ্ন।

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে?

ঈদের দিনের আবহাওয়া নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না আবহাওয়া অফিস। তবে কিছু ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা।

তারা বলছেন- আগামী ১ সপ্তাহ জুড়েই বৃষ্টি হবে, তবে বৃষ্টিপাত এখনকার তুলনায় কমে আসবে।

ঈদের দিন বৃষ্টি হবে, তবে তা পরিমাণে কম হবে।

সারাদেশেই বৃষ্টি হবে, তবে রাজশাহী-রংপুর অঞ্চলে বৃষ্টি কম হবে।

বৃষ্টি পরিস্থিতি থাকলেও এখনকার তুলনায় গরম বাড়বে। ঈদের পর গরমের ভোগান্তি আরও বাড়বে।