যে কারণে ‘প্রথম’ সাজা পেলেন শেখ হাসিনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর প্রথম কোন মামলায় সাজা পেলেন।

তার দেশত্যাগের ১১ মাস পর এই সাজা এলো।

বুধবার বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে ৬ মাসের সাজা দিয়েছে।

তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আনা হয়েছিল।

একটি ফোনালাপের সূত্র ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ এপ্রিল এই অভিযোগ আনা হয়।

তাতে বলা হয়, শেখ হাসিনা ঐ ফোনালাপে ২২৭টি মামলার বিপরীতে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পাওয়ার দাবি করেছেন।

শুনানি শেষে বুধবার এই মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়।