পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ে নায়কোচিত ভূমিকা রেখেছিলেন জিয়ানলুইজি ডোনারুম্মা। লিভারপুলের বিপক্ষে টাইব্রেকারে অসাধারণ সেভ, আর্সেনাল ও অ্যাস্টন ভিলার বিপক্ষে নির্ভরযোগ্য পারফরম্যান্স- সব মিলিয়ে পিএসজির ইউরোপ জয়ের পেছনে বড় ভূমিকা তার। তবুও ফরাসি ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনায় তার জায়গা অনিশ্চিত হয়ে পড়েছে।
পিএসজির নতুন কোচ লুইস এনরিকে বল পায়ে দক্ষ গোলরক্ষক চাচ্ছেন, যিনি আক্রমণ শুরু করতে পারবেন পেছন থেকে। আর এই জায়গায় পিছিয়ে পড়ছেন ডোনারুম্মা। তার জায়গায় লিলের তরুণ ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়েরকে দলে নেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে পিএসজি। সম্ভাব্য ট্রান্সফার ফি ৪০ মিলিয়ন ইউরো।
ডোনারুম্মার বর্তমান চুক্তি শেষ হবে আগামী মৌসুমে। পিএসজি নতুন চুক্তির প্রস্তাব দিলেও তার বেতন নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। ক্লাব তাকে ১০ মিলিয়ন ইউরো প্রস্তাব করলেও ডোনারুম্মা চাইছেন বছরে ১২ মিলিয়ন ইউরো।
এদিকে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং গ্যালাতাসারাইসহ বেশ কয়েকটি ক্লাব তার প্রতি আগ্রহ দেখিয়েছে। এমনকি সৌদি আরবের ক্লাবগুলোর দিক থেকেও এসেছে প্রস্তাব।
ডোনারুম্মা বলেছেন, তিনি প্যারিসেই থাকতে চান, কারণ এখানেই তার পরিবার ও সন্তান। তবে আর্থিক শর্ত ও খেলার নিশ্চয়তা মিললেই কেবল নতুন চুক্তিতে রাজি হবেন। না হলে ২৬ বছর বয়সী এই ইতালিয়ান তারকা হয়তো পিএসজি অধ্যায়ের ইতি টানবেন।