নিউইয়র্ক প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনা বাংলাদেশীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটেছে নিউইয়র্ক সময় সোমবার বিকাল ৫টার দিকে, জন এফ কেনেডি বিমানবন্দর এলাকায়।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফরে আছেন এনসিপির সদস্য সচিব আখতার।
কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ৪ নম্বর টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় আখতারের ওপর হামলার ঘটনা ঘটে।
দুইজন প্রত্যক্ষদর্শী বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঢাকার কয়েকজন রাজনৈতিক নেতার নিউইয়র্কে যাওয়ার তথ্যে আগে থেকেই বিমানবন্দর এলাকায় একদল ব্যক্তি অবস্থান নেন।
তারা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে ঘিরে ধরেন নানা ধরণের মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে তাকে ডিম নিক্ষেপ করেন।
এসময় তার সঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাও ছিলেন। তবে তাকে যাতে লক্ষ্যবস্তু না করা হয়, হামলাকারীদের মধ্য থেকেই সে নির্দেশ দেয়া হচ্ছিল।
ঘটনার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঢাকার অন্য নেতাদেরও বিমানবন্দর এলাকায় দেখা যায়।
এ ঘটনায় সিলেট জেলা যুবলীগের সদস্য মিজানুর রহমানকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।
অন্য হামলাকারীদের নাম-পরিচয় জানতে পারেনি বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম। তবে তাদের জয় বাংলা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে দেখা যায়।
আখতার হোসেন এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।
