আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফেরত চায় ডোনাল্ড ট্রাম্প

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বাগরাম বিমানঘাঁটি ফেরত পেতে চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প জানান, তারা বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, কোনো কিছুর বিনিময় ছাড়াই এটি তালেবানকে দিয়েছে যুক্তরাষ্ট্র।
বস্তুত, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে সমর্থিত সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। ওই সময় বাগরাম ঘাঁটিতে থাকা সামরিক সরঞ্জামসহ সবকিছু রেখে চলে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা।

ট্রাম্প বলেন,”গুরুত্বপূর্ণ ঐ ঘাটিটি চীন যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করে সেখান থেকে ঠিক এক ঘণ্টা দূরে।”

আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর অভিযানের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত কাবুলের ঠিক উত্তরে অবস্থিত বাগরাম বিমান ঘাটি, যেখানে যুক্তরাষ্ট্রের একটি কুখ্যাত কারাগারও ছিল।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ছিল চীনের কাছে অবস্থানের কারণে ঘাঁটিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখা। ঘঁটিটি ফেরত নিতে তালেবান কর্মকর্তাদের সাথে আলোচনার চলার কথা জানিয়েছেন ট্রাম্প।

তালেবানের দাবি, আফগানিস্তান আলোচনায় বসতে প্রস্তুত আছে, তবে কোনোভাবেই মার্কিন সেনাদের আসতে দেবে না তারা।

মার্কিন সেনা প্রত্যাহার এবং আফগান সরকারের পতনের পর ২০২১ সালে তালেবানরা এই স্থাপনাটি পুনরুদ্ধার করে।