পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলীমা খানকে প্রকাশ্য অনুষ্ঠানে ডিম নিক্ষেপের অভিযোগে ২ নারীকে আটক করেছে দেশটির পুলিশ।
ইমরান খানের কারাবন্দিত্বের পর থেকে আলীমা খান সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে তিনি এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আটক ২ নারী একটি কর্মচারী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তারা অনুষ্ঠানে আলীমার কাছে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেছিলেন। আলীমা তাদের প্রশ্নের জবাব না দিলে ক্ষুব্ধ হয়ে তারা ডিম ছুড়ে মারেন।
ঘটনার পরপরই পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) সমর্থকরা ওই দুই নারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের গাড়ি ঘিরে ফেলে এবং ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পিটিআইয়ের আইনজীবী ফিদা হুসাইন আব্বাসি একে “লজ্জাজনক ঘটনা” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা সরকারবিরোধী আন্দোলনকে দুর্বল করতে পারবে না।
