রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে রিখটার স্কেলে ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকালে উপকূলীয় শহরে এটি আঘাত হানে।
ভূমিকম্পে বেশকিছু স্থাপনা ধসে পড়ার পাশাপাশি কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।
এদিকে সতর্কতা জারি করার পর রাশিয়ার উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামি আঘাত হানে। এর জেরে উপকূলীয় সেভেরো-কুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।
এছাড়া উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর যুক্তরাষ্ট্র, পেরু, ইকুয়েডর, চীন, জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াসহ বেশ কিছু দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের সকল কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। সুনামি ঢেউ আঘাত হানার আশঙ্কায় হাওয়াইয়ের সব বাণিজ্যিক বন্দর থেকে জাহাজ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাশিয়ার সুদূর পূর্বে উপকূলীয় শহর পেত্রোপভলভস্ক-কামচাটস্কি থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
