রাশিয়ায় বোমা হামলার হুমকি ট্রাম্পের

ট্রাম্প পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ায় বোমা হামলার হুমকি দিয়েছেন।

এই হুমকির কয়েক ঘণ্টা পরই রাশিয়া ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে।

হোয়াইট হাউসের ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনাকে অর্থহীন বলে মন্তব্য করেন।

এছাড়া রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে আরো ১০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার অঙ্গীকার করেন।

একই সঙ্গে ইউক্রেনে রাশিয়া হামলা চালালে মস্কোতে বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প।

এই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ৭ শতাধিক ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনে।

তবে কিয়েভের দাবি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ধ্বংস করেছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এক রাতে এত বিপুল সংখ্যক ড্রোন হামলার ঘটনা এবারই প্রথম।

তবে এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যেখানেই জীবনের চিহ্ন আছে, সেখানেই হামলা চালিয়েছে রাশিয়া।

এ যুদ্ধ শেষ হওয়ার যে আশা তৈরি হয়েছিল, এ হামলার মাধ্যমে সেটি শেষ হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেছেন।