ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

নয়াদিল্লির অস্বস্তি বাড়িয়ে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার বিকালে ট্রাম্প জানিয়েছেন, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য পাঠাতে এই শুল্ক দিতে হবে।

রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক যে হোয়াইট হাউস ভালভাবে নিচ্ছে না, সেটিও সাফ জানিয়ে আরও পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটনের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাবে। ফলে ক্রেতারা টাকা বাঁচাতে বিকল্প দেশের পণ্য খুঁজে নিতে পারেন।

এতে করে ভারতের রপ্তানিতে বড় ধরণের ধ্বস নামতে পারে। কারণ ভারতের রপ্তানি পণ্যের বড় বাজার হলো যুক্তরাষ্ট্র।

ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত জরিমানা আরোপ করবে যুক্তরাষ্ট্র। তবে এই জরিমানার পরিমাণ স্পষ্ট করেননি তিনি।

ভারতকে বন্ধু রাষ্ট্র উল্লেখ করলেও নয়াদিল্লির নীতি নিয়ে নিজের ক্ষোভ সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তার দাবি, বছরের পর বছর ভারত বিশ্বের সবচেয়ে কঠোর ও অযৌক্তিক শুল্ক আরোপ করে দেশটির বাজারে মার্কিন পণ্য ঢুকতে বাধা দিয়েছে।

ট্রাম্প আরও অভিযোগ করেন, ভারত ও চীন রাশিয়ার যুদ্ধকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে।

“তারা রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি ও অস্ত্র কিনছে, যা ইউক্রেনে চলমান সংঘাতের পেছনে অর্থ জোগাচ্ছে।”

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে ভারত ও যুক্তরাষ্ট্র যে বাণিজ্য চুক্তির দিকে হাঁটছিল, তা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল।