বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার আজ ৫০ বছর।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে ইতিহাসের নৃশংসতম ঘটনায় বাংলাদেশ তার স্থপতিকে হারায়।
দিনটি শোকের দিন হিসেবে স্মরণ করে বাঙালি, শ্রদ্ধায় নত হয় ইতিহাসের মহানায়কের প্রতি।
দক্ষিণ এশিয়ার দেশটিতে গেল বছর রাজনৈতিক পরিবর্তন আসার পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।
২০২৪ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অনেকেই নিপীড়নের শিকার হন।
এবছরও বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অনেকে অবস্থান নেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার ঘোষণা দেন।
বৃহস্পতিবার রাতে এই এলাকায় মব তৈরি করে কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিতে দেখা যায়।
পাকিস্তান শাসনামলে নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের মুক্তির লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান।
বাঙালির মুক্তির সনদ ৬ দফা ঘোষণা করা শেখ মুজিবকে সেসময় বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে।
‘৬৯ এর গণঅভ্যুত্থান তাকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধুতে পরিণত করে। ‘৭০ এর নির্বাচনে ইতিহাসের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বাঙালি জাতি তার ভবিষ্যত নির্ধারণের ভার তুলে দেয় বঙ্গবন্ধুর হাতে।
১৯৭১ সালের ৭ মার্চ সে সময়ের রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে তিনি জাতিকে স্বাধীনতার সংগ্রামের ডাক দেন। এরপর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানিরা বাংলাদেশে গণহত্যা শুরু করে, গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুকে।
এর আগেই তিনি শত্রুবাহিনীর কবল থেকে মাতৃভূমিকে রক্ষার ডাক দিয়ে যান। পরের ৯ মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে স্বাধীন হয় বাংলাদেশ।
১৯৭২ সালের ১০ জানুয়ারি ঢাকায় ফিরে এসে দেশের হাল ধরেন তিনি। সাড়ে ৩ বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্য তাকে সপরিবারে হত্যা করে।
পরবর্তীতে এই হত্যাকাণ্ডের পিছনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের তথ্য ওঠে আসে।

1 thought on “আজ শোকাবহ ১৫ আগস্ট”
Comments are closed.