এবারের শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের থলিতে ব্যর্থতার পরিমাণই বেশি। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এবার নতুন চ্যালেঞ্জ টি-টুয়েন্টি সিরিজ।
তিন ম্যাচের সিরিজের প্রথমটি আজ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ক্যান্ডির পাল্লেকেলেতে প্রথম ম্যাচে জয় নিয়ে আশাবাদী বাংলাদেশ টি-টুয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।
ব্যর্থতা ভুলে শেষটা ইতিবাচক করতে চায় বাংলাদেশ, এমনটাই জানালেন টাইগার অধিনায়ক।
ধারাবাহিক ফর্ম না থাকায় ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের একাদশে সুযোগ না পাননি লিটন দাস। এবার তার নেতৃত্বেই খেলবে টি-টুয়েন্টি দল।
এদিকে, লঙ্কান সিরিজ দিয়ে দীর্ঘ ১৩ মাস পরে জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় মোহাম্মদ সাইফউদ্দিন।
পরিসংখ্যান বলছে, টি-টুয়েন্টিতে সর্বশেষ পাঁচ ম্যাচেই হার তিক্ত স্বাদ গ্রহণ করে টিম টাইগার্স।
গত বছরের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতেছিল বাংলাদেশ।
এরপর গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে দল। পরের সপ্তাহে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়।
অধিনায়ক লিটন দাস মাঠে নিজেদের সেরাটা দিয়ে খেলার কথা জানিয়েছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে।
তিনি বলেন, লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে এক জয়ই হতে পারে টাইগারদের জন্য ছন্দে ফেরার উপায়।
“আমরা চেষ্টা করব আমাদের ১০০% ক্রিকেট খেলার। বাকিটা দেখা যাক।”
এদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, “বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আমি আশা করি ভালো রকমের প্রতিযোগিতামূলক একটি সিরিজ হবে।”
টি-টুয়েন্টির সংক্ষিপ্ত পরিসরে ১৭ বারের মোকাবিলায় বাংলাদেশ এ পর্যন্ত ৬টি ম্যাচে জয় পেয়েছে ও ১১টিতে হেরেছে।
১৮তম বারের মোকাবিলায় বাংলাদেশ কতটা ভাল করতে পারে, সেদিকে তাকিয়ে আছে ক্রিকেট ভক্তরা।