হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি

কোটা আন্দোলন চলাকালে মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, “এ মামলার আসামিরা স্বৈরতন্ত্রের যোগসাজশে জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতার হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত।”

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা তৌহিদ আফ্রিদিকে নিরাপরাধ দাবি করে রিমান্ড আবেদনের বিরোধিতা করেন।

আদালতকে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, “এ মামলায় বাদী ভুল করে তৌহিদ আফ্রিদিকে আসামি করেছে। পরে হলফনামা দিয়ে তাকে মামলা থেকে অব্যাহতির আবেদনও করে।”

দুই পক্ষের যুক্তি উপস্থাপনের পর বিচারক তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ডে পাঠান।

তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার আসাদ হত্যা মামলার ১১ নম্বর আসামি।

রোববার রাতে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়।