কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল থামাবে কে?

মুহাম্মদ ফেরদাউস, কক্সবাজার

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়ক। এখানে প্রতিনিয়ত মৃত্যু যেন অবধারিত, এই মৃত্যুর মিছিল থামাবে কে?

সচেতন মহল মনে করছে- চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে রোডটি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চেয়েও গুরুত্বপূর্ণ।

বুধবারও এই সড়কে দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে৷ মারা গেছেন সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার ও তার মেয়ে। স্বামী-সন্তান হারানো স্ত্রী আইসিইউতে লড়ছেন মৃত্যুর সঙ্গে।

কিন্তু এ দুর্ঘটনার দোষ কার? যাত্রীবাহী গাড়ির? নিজের ড্রাইভের? নাকি সরকারের? নাকি রাস্তার?

যে রাস্তায় গাড়ি আসা-যাওয়া করে ৬৩ জেলা থেকে, যে রাস্তায় পরিবহন হয় দেশের ৯০% উৎপাদিত লবণ, যে রাস্তার ট্রাফিক লোড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেয়ে কোন অংশে কম না। সে রাস্তায় যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা কেন নিশ্চিত করা হচ্ছে না?

আর কত মৃত্যুর মিছিল যোগ হলে এই সড়কটি (চট্টগ্রাম-কক্সবাজার) আধুনিক, যুগোপযোগী ৬/৮ লেনের রাস্তা বানানো হবে?

আর কত অপমৃত্যু…?