শিক্ষক সংকটে ববি: বিজ্ঞপ্তির দেড় বছরেও নিয়োগ নেই ৬০ পদে

মোহাম্মদ রাব্বি, ববি প্রতিনিধি

দেড় বছর আগে ৬০ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিলেও সেই প্রক্রিয়া আর এগিয়ে নেয়নি বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর ফলে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করতেও জটিলতায় পড়েছে প্রশাসন। আর নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট আরও তীব্র হয়েছে, যার প্রভাব পড়ছে একাডেমিক কার্যক্রমে।

ইউজিসির সবুজ সংকেত পেয়ে ২০২৪ সালের মার্চে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বরিশাল বিশ্ববিদ্যালয়। গ্রহণ করা হয় আবেদনপত্রও, তবে দেড় বছরেও পরবর্তী প্রক্রিয়া আর এগোয়নি।

     আরও পড়ুন: কোটা আন্দোলনে হামলা: ১ বছর পর ববিতে তদন্ত কমিটি

শিক্ষক সংকটে ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিভাগ রয়েছে ২৫টি, অধিকাংশ বিভাগেই প্রয়োজনীয় শিক্ষক নেই। ফলে ক্লাস-পরীক্ষা চালাতে বিভাগগুলোতে সংকট তৈরি হচ্ছে।

খোঁজ নিয়ে দেখা যায়, পরিবেশ বিজ্ঞান, হিসাববিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সমাজবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিতের মত বিভাগে শিক্ষকের সংকট থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে পদ শূন্য থাকায় একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে শিক্ষক রয়েছেন ৩ জন, ফলে বিভাগীয় কার্যক্রম এগিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে।

এভাবে যে একটি বিভাগ চালানো সম্ভব না, সে বাস্তবতা স্মরণ করিয়ে দিয়েছেন চেয়ারম্যান আবু জিহাদ।

বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে এই শিক্ষক বলেন, “দ্রুত শিক্ষক নিয়োগ দিতে উপাচার্যের সঙ্গে কথা বলেছি।”

ববিতে শিক্ষক নিয়োগে বাধা কোথায়?

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ইউজিসির অনুমোদন পেলেই আবার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

রেজিস্ট্রার অধ্যাপক মুহসিন উদ্দীনের ভাষ্য, শিক্ষক নিয়োগের পুনঃবিজ্ঞপ্তি দিতে কোন বাধা নেই।

“তবে ইউজিসি থেকে নিয়োগের অনাপত্তিপত্র ছাড় দেয়ার পরই কেবল আমরা কাজ শুরু করতে পারি”, বলেন তিনি।

আর এই অনাপত্তিপত্র ছাড় পেতে বাধা হয়ে দাঁড়িয়েছে আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা।

বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম বলেন, “যে অর্থবছরে পদ ছাড় করা হয়েছে, সেই অর্থবছরে নিয়োগ না দিতে পারায় পদগুলো ইউজিসি ব্লক করে দিয়েছে।

“এগুলো নতুন করে ছাড় করানোর জন্য ইউজিসিকে চিঠি দেয়া হবে।”