রাজনৈতিক মিত্রদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নির্বাচন আয়োজনে সরকারের সবুজ সংকেত আসার পর রাজনৈতিক মিত্র দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে বিএনপি ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

এসময় শরীকদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তারেক রহমান।