আন্তর্জাতিক ডেস্ক
শনিবার রাতের প্রাণঘাতি সংঘর্ষে পাকিস্তানের ৫৮ সেনাকে হত্যার দাবি করেছে আফগানিস্তান।
এছাড়া নিজেদের ৯ জন সেনা নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটি।
বৃহস্পতিবার আফগানিস্তানে কয়েক স্থানে বিস্ফোরণের পর তালেবান পাকিস্তানকে দায়ী করে এর কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছিল।
এরপরই শনিবার মধ্য রাতে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় আফগানিস্তান ও পাকিস্তানের সেনারা।
আফগানিস্তানের ইসলামিক আমিরাতের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের অভিযানে আরও অন্তত ৩০ পাক সেনা আহত হয়েছে।
মুজাহিদ দাবি করেছেন, আফগান বাহিনী বেশ কিছু পাকিস্তানি সেনা চৌকি ধ্বংস করে যুদ্ধাস্ত্র জব্দ করেছে।
আফগানিস্তান বলছে, তারা পাকিস্তানের প্রায় ২০টি নিরাপত্তা চৌকি সম্পূর্ণভাবে ধ্বংস করেছে।
কাতার ও সৌদি আরবের অনুরোধে আফগানিস্তান মধ্যরাতের পর অভিযানটি স্থগিত করে, জানিয়েছেন মুজাহিদ।
ইসলামাবাদ আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানে হামলা চালানোর জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগ তুলছে।
পাল্টা জবাবে জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তান এসব গোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে ইরান ও রাশিয়ায় হামলা করাচ্ছে।
মুজাহিদ জানান, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তান আফগানিস্তানে একটি প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ করেছিল, তবে বৃহস্পতিবার রাতের পাকিস্তানি বিমান হামলার জবাবে ইসলামিক আমিরাত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
জবিউল্লাহ মুজাহিদ সতর্ক করে বলেন, “আফগানিস্তানের সার্বভৌমত্বে কোন হস্তক্ষেপ হলে তার জবাব দিতে তালেবান প্রস্তুত আছে।”
