ইতিহাসের সাগর আবারও ইতিহাসের পাতায়
মাহফিজুর রহমান সাগরের ইতিহাসের পাতায় উঠা শুরু অলিম্পিক দিয়ে। ২০১২ সালে লন্ডন অলিম্পিক দিয়ে প্রথমবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এ অংশগ্রহণের সুযোপ পান দেশের পেশাদার সাঁতারু। লন্ডনে হওয়া গ্রীষ্মকালীন ওই অলিম্পিক প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা বহন করেছিলেন তিনি।