স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীদের সড়ক অবরোধ


স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিতে থাকেন। সে সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশেপাশের রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়।

শিক্ষার্থীরা জানান, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা দু’দিন ধরে ক্যাম্পাসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। তবে কোনো সাড়া না পেয়ে সড়ক অবরোধে নামতে বাধ্য হন তারা।

আন্দোলনকারীরা বলেন, স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তা না আসা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি পূরণের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে এক ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।